চুয়াডাঙ্গার কৃতি সন্তান প্রকৌশলী মো. মহসীন

 

স্টাফ রিপোর্টার: ২৭তম বিসিএস’র গণপূর্ত ক্যাডারে যে মেধাবী মানুষটা প্রথম স্থান অধিকার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি চুয়াডাঙ্গার সন্তান। নাম-মো. মহসীন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বপালন করছেন। মো. মহসীন চুয়াডাঙ্গা দামুড়হুদার দর্শনা হল্ট স্টেশন সংলগ্ন হকচাঁদপুরের আমিনুল ইসলাম ও মোছা. লতিফুননেছা বেগমের সন্তান। দু ভাই ৩ বোনের মধ্যে প্রকৌশলী মো. মহসীন ৪র্থ। কেরুজ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এসএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা প্রকৌশল বিশ্ব বিদ্যালয় ডুয়েট থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করে ২৭তম বিসিএস’ অংশ নেন। গণপূর্ত ক্যাডারে তিনি প্রথম স্থান অধিকার করে কুষ্টিয়া গণপূর্তে সহকারী প্রকৌশলী পদে যোগদেন। একই পদে তিনি জাতীয় সংসদ ভবন, আজিমপুর ও সাভারে দায়িত্ব পালনের পর নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে জয়পুরহাটে যোগদেন। এরপর দিনাজপুর ও চাপাইনবাবগঞ্জ জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে সুনামের সাথে দায়িত্বপালনের পর নিজ জেলা চুয়াডাঙ্গায় বদলির আদেশপত্র পান গত ডিসেম্বরে। গতবছরের ১৩ ডিসেম্বর চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদানের পর দায়িত্বপালন করছেন। গতকাল একান্ত আলাপচারিতায় তিনি বলেন, লেখাপড়ার সময় নিয়ম করে লেখপড়ার মধ্যেই থেকেছি। কর্মজীবনেও ন্যায় নিষ্ঠার সাথেই দায়িত্ব পালন করছি। অনিয়ম প্রশ্রয় পায় না। ব্যক্তিগত জীবনে তিনি দু সন্তানের জনক। মেয়ে তৃতীয় শ্রেণিতে আর ছেলে কেজি টুতে অধ্যায়নরত, স্ত্রী গৃহিনী। প্রকৌশলী মো. মহসীনের বড় ভাই ব্যাংকার। বোনগুলোও উচ্চশিক্ষায় শিক্ষিত। তিনি চুয়াডাঙ্গার উন্নয়নে বিভাগীয়ভাবে উন্নয়ন তরান্বিত করার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট থাকার কথা উল্লেখ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। দৈনিক মাথাভাঙ্গার তরফে প্রকৌশলী মো. মহসীনকে অভিনন্দন জানানো হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More