সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়ন বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সরোজগঞ্জ বাজারের আবির হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক আব্দুল হান্নান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল, সদ্যঘোষিত বিএনপির সভাপতি রবিউল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় কমিটির সদস্য যথাক্রমে আলাউদ্দিন মেম্বার, হাফিজুর রহমান ফরাজী, মুনছুর আলী, ছানোয়ার হোসেন, আব্দুল হাকিম বাদল, আলম মিয়া, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম, ইমদাদুল হক মজনু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, সহসভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্মসম্পাদক গোলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন, সহসভাপতি আবু তাহের, যুগ্মসম্পাদক আব্দুল আলিম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান, আবু আসলাম সোহাগ, হাসানুজ্জামান, রুবেল হোসেন, ইদ্রিস আলী, রবিউল ইসলাম, ছানোয়ার হোসেন, আক্তার আলী, মিজান, মগবুল হোসেন, শহিদুল ইসলাম, চাষি কুদ্দুস, আশাদুল ইসলাম, মোমিনুল ইসলাম মাহাবুব হোসেন, আমান হোসেন, বাবলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক হাসমত আলী।
বক্তারা বলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি সমন্বয় কমিটির মতামত ছাড়াই চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সমন্বয়কারী নজরুল ইসলামের ব্যক্তিগত মতামতের ভিত্তিতে করা হয়েছে। অচীরেই ঘোষিত কমিটি বিলপ্তি করে জনগণের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করার আহবান জানান।