স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ঠাকুরপুর মসজিদে বার্ষিক ইছালে সওয়াব আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ইছালে সওয়াব উপলক্ষে গত শুক্রবার ঠাকুরপুর গ্রামসহ আশপাশ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিকেল ৪টা থেকে পীরগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদ প্রাঙ্গণে শুরু হয় ইছালে সওয়াব হালকায়ে জিকির তথা ওয়াজ মাহফিল। যতই সময় গড়াই ততই মানুষে রব পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ঠাকুরপুর গ্রামসহ মাহফিল অনুষ্ঠিত প্রাঙ্গণ। ইছালে সওয়াব হালকায়ে জিকিরের প্রধান বক্তা ছিলেন ঢাকা কলতা বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা জালাল উদ্দীন উসমানী, দ্বিতীয় বক্তা ছিলেন চুয়াডাঙ্গা বড় বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ হযরত মাওলানা মুফতি জুনাইদ আল-হাবিবী এবং তৃতীয় বক্তা ছিলেন পীরগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী মুহাম্মদ আব্দুর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইছালে সওয়াব কমিটির সহ-সভাপতি অ্যাড. আকসিজুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সহসাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও সাবেক পৌর কাউন্সিলর ও ইছালে সওয়াব কমিটির সদস্য সিরাজুল ইসলাম মনিসহ অনেকে। আয়োজকদের পক্ষ থেকে থেকে জানানো হয় প্রায় ৫০ হাজার লোকের সমাগম হয় এ ইছালে সওয়াবে।
এছাড়াও সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারাই সকলে প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
ভবিষ্যতে আর লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ দেয়ার প্রয়োজন হবে না
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ