স্টাফ রিপোর্টার: ‘জনসেবার জন্য প্রশাসন’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার আশ্রয়ণ প্রকল্পের তৃণমুল শিশুদের হাতে প্রধানমন্ত্রীর উপহার শিশুখাদ্য বিতরণ করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা সদরের হাতিকাটার মাথাভাঙ্গা ও তালতলা আশ্রয়ণে বসবাসকারী ৮০জন শিশুর মাঝে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণকৃত এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চিনি, গুড়োদুধ, হরলিক্স, সুজি ও বিস্কুট। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী (ত্রাণ) আমিনুল ইসলাম, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, সহকারী ভূমি কর্মকর্তা আতিকুল হক প্রমুখ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া দৈনিক মাথাভাঙ্গাকে জানান, পর্যাযক্রমে জেলা সদরের প্রতিটি আবাসনের শিশুদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেয়া হবে। কারণ আজকের শিশুরাই আগামীতে এ দেশকে নেতৃত্ব দেবে। গড়ে তুলবে ক্ষুধা, দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা। যে স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ