ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলুকদিয়া বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ৬জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান। এ সময় মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ পরিচালনা করেন তিনি। মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে চারজনকে এক হাজার ৭শ’ টাকা, অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে একজনকে এক হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একজনকে তিন হাজার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় দুর্ঘটনা এড়াতে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের পাশ থেকে কাঠসহ অন্যান্য মালামাল সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান।