চুয়াডাঙ্গার আলুকদিয়ায় বিট পুলিশিং সমাবেশে সদর থানার ওসি আবু জিহাদ খান
একটি পরিবারের অভিভাবক হচ্ছেন সেই পরিবারের ওসি
স্টাফ রিপোর্টার: প্রত্যেক পরিবারের একজন করে ওসি থাকেন। একটি পরিবারের অভিভাবক হচ্ছেন সেই পরিবারের অফিসার ইনচার্জ (ওসি)। আপনি অভিভাবক অর্থাৎ পরিবারের ওসি হয়ে যদি আপনার দায়িত্ব পালন করেন, আপনার সন্তান কখন কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে এটা খেয়াল রাখেন; তাহলে সে বিপথে যাবে না। আর আপনাকেও থানার ওসির কাছে যাওয়া লাগবে না। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গার আলুকদিয়া বাজারে আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান। এ সময় তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় মাদক অনেক কমে গেছে; কিন্তু এখনও পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। আপনারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করলে এটা সম্ভব হবে। আজ আপনি এই সমস্যা এড়িয়ে গেলে, কাল আপনার সন্তানও মাদকাসক্ত হতে পারে। আপনার সন্তান যদি মাদকাসক্ত হয় তাহলে আপনি জীবনে অসফল। আপনি যদি পরিবারের অভিভাবক হয়ে পরিবারের ওসির দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে থানার ওসিকে আপনার বাড়ি যাওয়া লাগবে। আপনারা খেয়াল করবেন যারা নারী নির্যাতন করে, ইভটিজিং করে এদের বেশিরভাগই মাদকাসক্ত। তাই সবার আগে সমাজ থেকে মাদক ও মাদকাসক্ত নির্মূল করতে হবে। আপানদের এই এলাকায় একজন বিট পুলিশিং কর্মকর্তা রয়েছেন। আপনারা আপনাদের এলাকার সব সমস্যা সম্পর্কে তাকে জানাবেন। আপনাদের সাথে নিয়েই এই পুলিশ কর্মকর্তা সে সমস্যার সমাধান করবে। আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও ৫নং বিট পুলিশিং কর্মকর্তা এসআই মহব্বত আলীর পরিচালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালাইপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, ইউপি সদস্য মনোয়ার হোসেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য মঞ্জুয়ারা বেগম, মধুমতি ফাউন্ডেশনের সভাপতি নাসির উদ্দিন লাভলু। সমাবেশের শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করেন জুলফিকার আলী কলি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুস সালাম, মামুন হোসেন, শফিকুল ইসলাম শফি, আশরাফ আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক ইমরান আহম্মেদ, দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক মাহবুব রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।