মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের মাঠে ভুট্টার ডাটা পোড়াতে গিয়ে বিপত্তি ঘটেছে। আগুনে পুড়ে ১ বিঘা ভুট্টাক্ষেত, ১০ কাঠা পানবরজ পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে আমিরপুর মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল দুপুর দেড়টার দিকে আমিরপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে সালাম আলী গ্রামের মাঠে নিজ জমির ভুট্টার ডাটা পোড়াতে যায়। ভুট্টার ডাটায় আগুন ধরিয়ে দিলে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এ সময় আগুন ছড়িয়ে পড়ে আমিরপুর গ্রামের দুখে মন্ডলের ছেলে মহাবুলের ১ বিঘা ভুট্টাক্ষেত পুড়ে যায়। তিনি জানান, ক্ষতির পরিমান ৫০ হাজার টাকার বেশি। ভুট্টাক্ষেত থেকে একই গ্রামের আনোয়ারের ছেলে রতনের পানবরজে লাগে। আগুনে পান বরজটি সম্পূর্ণ পুড়ে যায়। তিনি জানান ক্ষতির পরিমান প্রায় আড়াই লাখ টাকা। এ ব্যাপারে মোমিনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহিনুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত সালাম হালকা মানসিক ভারসাম্যহীন। নিজ ভুট্টা ক্ষেতের ডাটা পোড়াতে গিয়ে অসাবধানতাবসত পাশের ভুট্টা ও পান বরজে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে।