কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে চতুর্থ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জলিল বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের আনন্দ গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জলিল বিশ্বাসকে আটক করে পুলিশে খবর দেয়। আটককৃত জলিল বিশ্বাস উক্ত এলাকার মৃত আছেল বিশ্বাসের ছেলে।
সন্ধ্যায় মিরপুর থানা পুলিশের এসআই মোস্তাক জানান, ওই স্কুল শিক্ষার্থী প্রতিদিন তার মায়ের সাথে সকালে হাটতে বের হয়। শুক্রবার সকালে তার মা হাটতে না যাওয়ায় সে একাই হাটতে যায়। পথিমধ্যে একটি ইটভাটার পাশ দিয়ে হাটার সময় জলিল বিশ্বাস নামের একজন তাকে জোর করে ইটভাটার ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে এবং জলিলকে আটক করে পুলিশ খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ জলিল বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দিয়েছেন ওই স্কুল শিক্ষার্থীর মা।