কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালীর জিরাপীতলা নামক স্থানে গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মীম (১৩) নামের স্কুলছাত্রী ও চামেলী খাতুন (৩০) নামে ওই ছাত্রীর খালার মৃত্যু হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে কুমারখালীর জিরাপীতলা নামক স্থানে গড়াই নদীতে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়। এরা হলেন কুমারখালীর সদকী ইউনিয়নের মূলগ্রামের গাফফার মোল্লার মেয়ে চামেলি খাতুন (৩০) ও গাফফার মোল্লার নাতনী খোকসা দুধরাজপুর গ্রামের মাসুদ রানার মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী মিম খাতুন (১৩)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা ৩টার দিকে মীম তার খালা চামেলীর সাথে গড়াই নদীতে গোসল করতে নামে। এসময় হঠাৎ মীমকে পানিতে ডুবে যেতে দেখে সঙ্গীয় খালা চামেলী তাকে ধরতে যায়। এসময় সেখানে পানির নীচে গভীরতা বেশী হওয়ায় দুজনেই পানিতে তলিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, সোমবার দুপুরে জিলাপীতলা নামক স্থানে গড়াই নদীতে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সাথে যুক্ত হয়ে ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর মিম খাতুনের লাশ উদ্ধার করতে সমর্থ হয়েছেন।