গোপনে প্রতিবেশী নারীর ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ভাইরাল করার ভয় দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপনে প্রস্তাব দেওয়ায় চট্টগ্রামে এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর চকবাজার থানার ডিসি রোড থেকে হাবিবুর রহমান (২৩) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চকবাজার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
চকবাজার থানার ওসি আলমগীর মাহমুদ জানান, অভিযোগকারী নারী পোশাক কারখানার একজন কর্মী। ওই নারীর পাশের বাসায় হাবিবুর থাকতেন। ওসি আলমগীর মাহমুদ বলেন, ১ জুন রাত ১০টার দিকে হাবিবুর ওই নারীর ঘরের দরজার কড়া নাড়লে তিনি দরজা খোলেন। এত রাতে আসার কারণ জানতে চাইলে হাবিবুর ওই নারীকে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। ওই নারী রাজি না হলে তাকে নিজের মোবাইলে থাকা ছবি ও ভিডিও দেখায় হাবিবুর। ওই নারী পুলিশকে বলেছেন, তার ওই সব ছবি ও ভিডিও গোপনে ধারণ করা হয়েছিল। শারীরিক সম্পর্ক স্থাপন না করলে ওই ছবি-ভিডিও ইন্টারনেটে ভাইরাল করার হুমকি দিয়েছিল। ওই নারী থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে হাবিবুরকে গ্রেফতার করে। হাবিবুর চাঁদপুর জেলার শাহরাস্তি থানার শোরসই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।