গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে মানববন্ধন

বিশ্বের বিবেকবান মানুষকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিলে ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিভিন্ন সেøাগানে প্রকম্পিত হয় নগরী। অন্যদিকে গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে শিক্ষার্থীরা ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচি পালনের অংশ হিসেবে সোমবার সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জন ও ইহুদিবাদী দেশটিকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বিক্ষোভ থেকে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’, ‘বয়কট ইসরায়েল’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইসরায়েল উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘নিউইয়র্ক উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’সহ বিভিন্ন ধরনের সেøাগান দেয়া হয়। এতে হাজার হাজার প্রতিবাদী মানুষ গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদ জানান। পাশাপাশি পূর্বের ন্যায় পাসপোর্টে ইসরাইলের বর্জননীতি পুনর্বহাল ও বাংলাদেশে ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেন।
বক্তারা বলেন, গাজায় যেভাবে ইসরাইল মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে; নির্বিচারে মানুষ হত্যা করছে; তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়া তোলা জরুরি। ইসরাইলকে এ গণহত্যার জন্য চরম মূল্য দিতে হবে। এ সময় বক্তারা ফিলিস্তিনের পাশে বিশ্বের বিবেকবান মানুষকে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, বিশ্ব মানবতার এ দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরাইলকে বিচারের মুখোমুখি করতে হবে। ফিলিস্তিনিদের ওপর হামলার মধ্য দিয়ে ইসরাইল বিশ্ববাসীকে জায়ন পলিটিক্স বাস্তবায়নের বার্তা দিয়েছে। এটা বিশ্বমানবতার ওপর আঘাত। বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এ হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
বিক্ষোভ থেকে বর্বর ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের সেøাগানে। এ সময় ইসরাইলি পণ্য বর্জনেরও ডাক দেয়া হয়। পাশাপাশি বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেয়ারও আহ্বান জানান। সমাবেশ শেষে ফিলিস্তিন মুসলমানদের মুক্তি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বক্তারা বলেন, বিশ্বের সকল মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে মানবতার শত্রু ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করতে হবে এবং গাজায় মুসলিমদের জীবন রক্ষা করতে হবে। এছাড়া, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন বক্তারা।
চুয়াডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্টরোড বড়বাজার, কবরী রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমির মো. রুহুল আমিন, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহ সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ প্রমুখ।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা ও জেলা ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহীদ হাসান চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার শহীদ হাসান চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী, সেক্রেটারি মুফতি মোস্তফা কামাল কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী ও সেক্রেটারি তুষার ইমরান সরকার। মহান আল্লাহর দরবারে ফিলিস্তিন ও গাজাবাসীদের জন্য দোয়া করে সমাবেশ সমাপ্ত হয়।
অপরদিকে, ইজরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় লং মার্চ ফর গাজার কর্মসসূচি অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে থেকে লং মার্চ ফর গাজা শুরু করে। শেষ হয় চুয়াডাঙ্গা সরকারি কলেজ সামনে এসে। লং মার্চে জেলা সকল শ্রেণী পেশার মানুষ ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া জুবিলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বদরগঞ্জ বাকী বিল্লা মাদরাসা সহ জেলা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে লং মার্চ ফর গাজায় অংশ গ্রহণ করে। লং মার্চে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রনি বিশ্বাস, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, ছাত্রদল চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার আহ্বায়ক ফয়সাল ইকবাল, ইসলামি ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধি এসএম ফাহিম, ইন্তিফাদা ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধি সাফায়েত আদনান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলার আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্য সচিব ফাহিম উদ্দীন, মুখ্য সংগঠক আকাশ, মুখপাত্র আনজুম হাবিবা প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, সোমবার বিকেলে আলমডাঙ্গার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনতা অংশ নেন। আলমডাঙ্গায় ইসরায়েলী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা ১ ঘন্টা কমপ্লিট শাটডাউন দিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন। বিক্ষোভ মিছিল শেষে আল তায়েবা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ইসরায়েলের পতাকা এবং নেতা নেহাহুর কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান অল্টু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এমদাদুল হক ডাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মনিরুজ্জামান, উপজেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসেন সাইরাফি, নাগরিক উন্নয়ন কমিটির সহসভাপতি সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, সামসুজ্জোহা সাবু, মুদি মনোহারী সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিন, গার্মেন্টস সমিতির সভাপতি আব্দুস সামাদ বাবলু, সাধারণ সম্পাদক কামরুল হক রনি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জল, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব হাবিবুল করিম চঞ্চল, বৈষম্য বিরোধী ছাত্রপ্রতিনিধি মুসাব তৌহিদ, কামরুল হাসান কাজল, রাকিব, আরাফাত, সাদি, সাকিবসহ আলমডাঙ্গার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসেন সাইরাফি।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় পৃথক বিক্ষোভ মানববন্ধনসহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে দর্শনা উলামা পরিষদের আয়োজনে রেলবাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলবাজারস্থ শহিদ শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। এ সমাবেশে বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, অন্যতম সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, দর্শনা পৌর ইমাম সমিতির সভাপতি হাজি মাও. নুরুল ইসলাম, কেরুজ জামে মসিজদের পেশ ইমাম মাও. শামসুজ্জোহা, দর্শনা রেলবাজারস্থ বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ কারী জুবায়ের বিন আব্দুল খালেক, শান্তিপাড়া মাহমুদিয়া মাদরাসার পরিচালক মুফতি আবুল বাশার, উলামা পরিষদ নেতা মাও. মুস্তাফিজুর রহমান, মাও. ওমর ফারুক, মাও. আব্দুল মালেক, মাও. উসমান গনি প্রমুখ।
এদিকে দর্শনা আনোয়ারপুর বাসস্ট্যান্ডে যুবসমাজের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা যুবদল নেতা মিতুল মিয়া, সুলতান আহমেদ ও জেলা ছাত্রদল নেতা জাকির হোসেনের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া দর্শনা জয়নগরবাসী বিকেলে বিক্ষোভ মিছিল বের করে চেকপোস্ট এলাকা থেকে। মিছিলে অংশ নেন ছাত্রদল নেতা ইকবাল হোসেন, পলাশ আহমেদ, পিয়ার আলী, আজল, জলিল, নুরুল, রশিদ, নাসির, উসমান, সাহার আলী, রহিদুল, রফিক, শরিফুল, আসানুল, মিলন, মুকুল, দুলাল, শান্ত, সাহেব আলী, হারেজ, হাতেম প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল হয়েছে। গতকাল সোমবার বিকেলে ইসলামী আন্দোলন জীবননগর উপজেলা শাখা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, প্রিয় জীবননগরবাসীসহ বিভিন্ন ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করা হয়। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা সাজেদুর রহমান, ওলামা পরিষদের সভাপতি মাওলানা মাহাবুবুর রহমান গহুরী, হেফাজতে ইসলাম সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, উলমা পরিষদের সেক্রেটারি মুফতি শাহজামাল, বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ, সদস্য সচিব রিয়াজুর রহমান রিমন জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের থানা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, মাওলানা ইসলামুল হক, মাওলানা সুলাইমান, মুফতি ইদ্রিস আলীসহ আগত মুসল্লিগণ।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারে তৌহিদী জনতার আয়োজনে বিক্ষেভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে দোয়েল চত্বর থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ইউনিয়ন ইমাম মুয়াজ্জিম কল্যাণ পরিষদের সভাপতি মাও. শাহ আনোয়ার হোসাইন, মহিলা কওমি মাদরাসার মোহতামিম মাও. তরিকুল ইসলাম, হাসাদাহ কামিল মাদরাসার শিক্ষক মাও. খন্দকার মনিরুজ্জামান মনি, বাজার জামে মসজিদের ইমাম মাও. শহিদুল ইসলাম, কুলতলা জামে মসজিদের ইমাম বদরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্দুলবাড়িয়া পুরাতন জামে মসজিদের ইমাম মাও. তরিকুল ইসলাম। দোয়া পরিচালনা করেন কর্চ্চাডাঙ্গা জামে মসজিদের ইমাম মাও. আব্দুস সামাদ।
হাসাদাহ প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের হাসাদাহ শিশু কুঞ্জ মডেল একাডেমি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিশু কুঞ্জ মডেল একাডেমি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব নেতৃত্বে গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে হাসাদাহ শিশু কুঞ্জ মডেল একাডেমি থেকে হাসাদাহ বাজার পরিদর্শন শেষে স্কুলে এসে শেষ হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার সময় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুল আলম, জেলা জামায়াতের রাজনীতি সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, মেহেরপুর জেলা শাখার খেলাফত মজলিসের সভাপতি হুসাইন আহমেদ, মেহেরপুর জেলা শাখার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা জামায়াতের ব্যবসায়ী বিভাগের সভাপতি সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাংনী বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধেী ছাত্র আন্দোলনের আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মোজাহিদুল ইসলাম, গাংনী শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ, লাইসিয়াম স্কুল পরিচালক বশির আহম্মেদ ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবুল। প্রতিবাদী কর্মসুচীতে অংশ নিয়ে প্রতিবাদী লেখা সম্বলিত ফেস্টুন, প্লাকার্ড প্রদর্শন করে কোমলমতি শিশুরা। এছাড়াও ফিলিস্তিনের বড় পতাকার প্রদর্শন করে প্রতিবাদ জানানো হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তৌহিদী জনতা। গতকাল সোমবার বিকেল ৫টায় মুজিবনগর উপজেলা রামনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ইসরাইল বর্বরতা ও গণহত্যা বন্ধের দাবিতে ফিলিস্তিনের আপামর মুসলমানদের সাথে একাত্মতা ঘোষণা করে উপজেলা তৌহিদী জনতা এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি মুজিবনগর মেহেরপুর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজারের মানববন্ধন করে। তৌহিদী জনতার ডাকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা খান জাহান আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাইম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খাইরুল বাসার, উপজেলা ছাত্র-শিবিরের সভাপতি আবু তালহা, মুজিবনগর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দীন, মেহেরপুর জেলা ইসলামিক আন্দোলনের যুব বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শাওন শেখ।
মুজিবনগর উপজেলা আমির মাওলানা খানজাহান আলী বলেন, যে দোকানগুলোতে ইসরাইল পণ্য বিক্রি করা হয় সেই দোকান গুলোতে ইসরাইল পণ্য বিক্রির নিষিদ্ধ ঘোষণা করছি। এরপরেও যদি কোন দোকানে ইসরাইলি পণ্য বিক্রি করা হয় তাহলে সেই দোকান সিল করে বন্ধ করে দেয়ার দাবি জানাচ্ছি।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের মহেশপুরে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ইসরাইলী বিরোধী এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মহেশপুর হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শেষে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হামিদুর রহমান রানা, মেহেদী হাসান বাপ্পি, স্মরণ আহাম্মেদ প্রিন্স, আবু হানিফ, জাহিদ হাসান, মোস্তাফিজুর রহমান, আব্দুল হাকিম, মুফতি শুয়াইব আহমাদ প্রমুখ।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার পৌর শহর কলেজ বাসস্ট্যান্ডের বক চত্বরে সর্ব সাধারণ মানুষ একত্রিত হয়। এরপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা তৈরী করে জুতোপেটাসহ আগুন ধরিয়ে প্রতিবাদ জানিয়ে মিছিল শুরু হয়। বিভিন্ন ধরনের ফেস্টুন হাতে করে সর্ব সাধারণ মানুষ অংশগ্রহণ করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সারা বিশ্বের সাথে ফিলিস্তিনির জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করার জন্য এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন বলে জানা যায়। বিশ্ব পরাশক্তির মদদে ইসরায়েলি সরকারের ফিলিস্তিনে চালানো গণহত্যা, গাজায় মানবতার ধ্বংস করার প্রতিবাদে দলমত নির্বিশেষে কলেজস্ট্যান্ডে সবাই উপস্থিত হন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More