গাংনী প্রতিনিধি: র্যাব ১২ গাংনী ক্যাম্পের এক সফল অভিযানে এক কেজি গাঁজাসহ মামুন ওরফে মুন্না হোসেন ম-ল (১৯) নামের একজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে এ অভিযান চালায় র্যাব। আটক মামুন ওরফে মুন্না হোসেন ম-ল ধর্মদহ গ্রামের মকবুল ম-লের ছেলে।
র্যাব ১২ গাংনী ক্যাম্প সূত্রে জানা যায়, আটক মুন্না একজন মাদক ব্যবসায়ী। গোপনে নানা কৌশলে তিনি মাদক কেনাবেচার সাথে বেশ আগে থেকেই সম্পৃক্ত। সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে কুষ্টিয়াসহ আশেপাশের জেলায় মাদক সরবরাহ করতেন মুন্না। গতকাল গাঁজা নিয়ে গন্তব্যে যাওয়ার প্রস্তুতির সময় হানা দেয় র্যাবের একটি অভিযান দল। এসময় এক কেজি গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করতে সক্ষম হয় র্যাবের ওই অভিযান দলটি। এ সময় মুন্নার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব ১২ গাংনী ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি গোলাম ফারুক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্নার কাছ থেকে মাদক ব্যবসার অনেক তথ্য পেয়েছে র্যাব। গতকালই তার নামে মামলাসহ কুষ্টিয়ার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।