গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী বাজার কমিটির নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন ম-ল মার্কেটের সামনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন গাংনী বাজার কমিটির প্রধান নির্বাচন কমিশনার ফজলুল হক।
গাংনী বাজার কমিটি নির্বাচন কমিশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতি মো. সালাউদ্দিন শাওন সভাপতি, সাধারণ সম্পাদক মো. রফিক, সহসভাপতি তুহিন রেজা, সহ-সাধারণ সম্পাদক রাজিব মিয়া রাজু, অর্থ সম্পাদক মামনুর রশীদ, প্রচার সম্পাদক কামরুজামান বাবুসহ সকলকে শপথ বাক্য পাঠ করিয়েছেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী বাজার কমিটির নির্বাচন কমিশনের যুগ্ম-কমিশনার আনারুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে গাংনী বাজার কমিটির নতুন প্রণয়নকৃত গঠনতন্ত্র পাঠ করেন নির্বাচন গাংনী বাজার কমিটির নির্বাচন কমিশনের যুগ্ম-কমিশনার মাজেদুল হক মানিক। কমিশনের প্রধান উপদেষ্টা এম এ খালেকের আহ্বানে হাত তুলে উক্ত গঠনতন্ত্র অনুমোদন করেন উপস্থিত সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মকুল, বিশিষ্ট ব্যবসায়ী হাজি আলফাজ উদ্দীন, গাংনী থানা (ওসি) তদন্ত মনোজিৎ কুমার নন্দিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।