গাংনী প্রতিনিধি: গাংনী গণিত পরিবারের কার্যনির্বাহী পরিষদ ২০২০-২১ এর সাধারণ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী গণিত পরিবারের সাবজেক্ট কমিটি এ তফশিল ঘোষণা করেন।
সাবজেক্ট কমিটি ২০২০ কোভিড-১৯ পরিস্থিতির কারণে তফশিল ঘোষণার আগে নির্বাচনে আগ্রহী প্রার্থীদের জন্য কিছু প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্র জুনিয়র মেন্টর, মেন্টর ও অ্যালামনাই সম্পর্কিত ক্লাবের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে দেয়া হবে। মনোনয়নপত্র ডাউনলোড করে তা প্রিন্ট করে ফর্মের নিয়মাবলী অনুসরণ করে প্রার্থীকে স্বহস্তে পূরণ করে স্বশরীরে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মুসফেকুস সালেহীন মাহফুজ (সাবজেক্ট কমিটি-২০২০, সদস্য নং-৫) এর নিকট জমা দিতে হবে। মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীকে অবশ্যই নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে। প্রার্থিতা প্রত্যাহার করতে মনোনয়নপত্রের নিয়মাবলী মানতে হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২১ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ২৪ নভেম্বর, ভোট গ্রহণের তারিখ ও সময় ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। গাংনী গণিত পরিবারের ভোটার সংখ্যা ১৯৮জন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ