মেহেরপুর অফিস: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী বাজারে মাদকসহ সেন্টু মিয়া (৩৮) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক সেন্টু বামন্দী এলাকার ছাতিয়ান গ্রামের চেরাগিপাড়ার সবকুল হোসেনের ছেলে।
গতকাল সোমবার দিবাগত রাতে মেহেরপুর জেলা ডিবি পুলিশেরর একটি দল বামন্দী বাজারে অভিযান চালায়। অভিযানে সেন্টু মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ পিচ ইয়াবা ও ৩ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৯শ’ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আটক সেন্টুর বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। মেহেরপুর জেলা ডিবি সূত্র জানায়,আটককৃত সেন্টুর বিরুদ্ধে আরও ১১টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ