গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ইন্তাজ আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। গত পরশু সোমবার রাতে লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ইন্তাজ আলী ওই গ্রামের আকছেদ আলীর ছেলে। ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে থানা পুলিশের এসআই শাহিন, এসআই সইবুর, এসআই তুষারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ইন্তাজ আলী নামের এক মাদক কারবারিকে নিজ বাড়ি থেকে দুই কেজি গাঁজাসহ আটক করেন। আটক ইন্তাজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।