স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে ১৮২ বোতল ফেনসিডিলসহ আসান (২০) নামের এক মাদককারবারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ৮ দিকে বাওট বাজারের যাত্রী ছাউনীর সামনে থেকে তাকে আটক করে তার কাছ থেকে ১৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত আসান উপজেলার কল্যাণপুর গ্রামের জামান আলীর ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার বাওট বাজারে পাখিভ্যানে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই হাসান হাবিব ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আসানকে আটক করেন। এ সময় পাখিভ্যানে থাকা বস্তা থেকে ১৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত আসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ