গাংনী প্রতিনিধি: পাঁচ গ্রাম হেরোইনসহ জামাল হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার রাতে গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রাম থেকে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। জামাল উদ্দীন ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, ডিবি এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। হেরোইন রাখার অপরাধে তার নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে গাংনী থানা পুলিশ তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ