স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামে সাপের দংশনে মহির আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক মহির সহড়াবাড়িয়া গ্রামের মাহাতাব আলীর ছেলে। রোববার দিবাগত রাত ১১টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। মহির আলীর ছোট ভাই জহুরুল ইসলাম জানান, আমার বড় ভাই মহির রোববার মাঠে কাজ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে বিষধর সাপে তাকে কামড় দেয়। এ সময় চিকিৎসা দেয়ার জন্য এলাকার এক ওঝার কাছে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে রাত ১১টার দিকে গাংনী হাসপাতালে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ