দেশে উন্নয়ন টিকিয়ে রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার কোনো বিকল্প নেই
স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাংনী উপজেলার সাহারবাটি ফুটবল মাঠে নবনির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে। যা আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম। এর আগে কোনো সরকার খেলাধুলার প্রতি এতো আন্তরিক ছিলেন না বলেই এমন উদ্যোগ নেয়নি। বর্তমান শেখ হাসিনা সরকার দেশব্যাপী উন্নয়নের মধ্যে এটিও একটি অন্যতম উন্নয়ন। তিনি আরও বলেন, দেশে উন্নয়ন টিকিয়ে রাখতে হলে নৌকা মার্কায় ভোট দেয়ার কোন বিকল্প নেই। রাতে একটু শান্তিতে ঘুমোতে চাইলে এবং গোয়ালের গরু রাখতে হলে আবারও শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন চায় না যারা তারাই আজ মাঠে নেমে নৈরাজ্য সৃষ্টি করছে। ওইসব নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি জামাতের কাউকে ছাড় দেয়া হবে না। আমরা আওয়ামী লীগের কর্মী হিসেবে সকল প্রতিহিংসা, ষড়যন্ত্র মোকাবেলা কওে আবারও নৌকার বিজয় ছিনিয়ে নেব। সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মূর্শেদ অতুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাজিপুর ইউয়িন পরিষদ চেয়ারম্যান আলম হুসাইন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা। গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-এমপি পতœী লাইলা আরজুমান শিলা, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মাস্টার ও মনিজ্জামাান আতু প্রমুখ। অনুষ্ঠানে সাহারবাটি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আতাউর রহমান টোকন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাকিবুল ইসলাম টুটুল, গ্রামের প্রাক্তন ফুটবল খেলোয়াড় তামজিদুর রহমান মুক্তি, গাংনী উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.