গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আইজদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে। গত পরশু মঙ্গলবার রাত ৭টার দিকে গাংনীর চেংগাড়া গ্রামের নিজ বাড়িতে দুরারোগ্য ব্যাধি প্যারালাইসিসজনিত রোগে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বেলা ১১টায় চেংগাড়া ফতাইপুর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আইজদ্দীন মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের বিশ্বাস পাড়ার মৃত এজহার মন্ডলের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে চেংগাড়া গ্রামের কবরস্থানে তার দাফন করা হয়। এর আগে চেংগাড়া ফতাইপুর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গনে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বীর মুক্তিযোদ্ধা আইজদ্দীনের মরদেহ রাখার খাটিয়াটিকে জাতীয় পতাকা দ্বারা আচ্ছাদিত ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন আইজদ্দীনের খাটিয়ার পাশে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনোজিৎ কুমার নন্দীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আইজদ্দীনের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে শেষ শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পাশা, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজি শফি কামাল পলাশ, মরহুমের আত্মীয়-স্বজন, বীর মুক্তিযোদ্ধারাসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.