গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী শহরের কাঁচা বাজার এলাকা থেকে স্যালোইঞ্জিন চালিত আলগামন চুরি হয়েছে। সোমবার ভোরে অজ্ঞাত চোরেরা তালা ভেঙে আলগামনটি চুরি করে নিয়ে যায়। ঋণের টাকায় আলগামন কিনে আলগামন মালিক আবু সালেহর এখন পথে বসার উপক্রম।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গাংনী কাঁচা বাজারের পাশে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পাশে আবু সালেহর বাড়ি। বাড়ির সামনে সড়কের ধারে অস্থায়ী ঘর নির্মাণ করে আলগামনটি রাখতেন তিনি। সোমবার ভোর রাতের দিকে অজ্ঞাত চোরেরা অস্থায়ী ঘর ও আলগামনের শিকলের ৫টি তালা ভেঙে আলগামনটি নিয়ে পালিয়ে যায়।
আবু সালেহ সাম্প্রতিক সময়ে ঋণ করে এক লাখ ২০ হাজার টাকায় আলগামনটি ক্রয় করেন। ভাড়ায় চালিয়ে যা আয় হয় তা দিয়ে চলে সংসার ও ঋণের কিস্তি। এমন অবস্থায় আলগামনটি হারিয়ে এখন দিশেহারা আবু সালেহ। আলগামনটি উদ্ধারের জন্য তাই পুলিশসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী আবু সালেহ ও তার পরিবারের সদস্যরা।