গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের নামে বির্তকিত কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাদের একাংশ। গতকাল সোমবার দুপুর ২টার দিকে স্থানীয় সাংবাদিকদের কাছে এমনই অভিযোগ তুলে ধরেন মুক্তিযোদ্ধাদের একাংশ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান (৮০৬), আজগর আলী (১০৮৯), মোজাম্মেল হক (১০৪৭), ও আমিরুল ইসলাম (১০৫৫) স্বাক্ষরিত অভিযোগপত্র সূত্রে বলা হয়েছে, আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেটভূক্ত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধকালীন ভারতীয় বৈধ এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে যথাযথঃ শর্ত পূরণ সাপেক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভূক্ত এবং ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে, একটি কুচক্রীমহল আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং সম্মানের হানি করার উদ্দেশে স্থানীয় কতিপয় মুক্তিযোদ্ধা প্রভাব বিস্তার করে তাদের আধিপত্য বিস্তার করে যাচাই বাছাই বোর্ডে কমিটির স্বাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং ভাতা বন্ধ করার হুমকি দিচ্ছে। গাংনীর গেজেটভূক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সুষ্ঠু এবং সঠিক হবে না বলে আমরা আশঙ্কা করছি। অভিযোগে আরও বলা হয়েছে, ২০০৪ সালে যাচাই-বাছাই কমিটিতে এবারের কমিটির জেলা প্রশাসকের প্রতিনিধি কমান্ডার মুন্তাজ আলী, এবং এমপি মহোদয়ের প্রতিনিধি তাজউদ্দীনসহ গাংনীর ১৭ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই কমিটির সদস্যরা উপস্থিত থেকে যাচাই বাছাই করেছিলেন। দীর্ঘ ১৬ বছর পর আবার মুক্তিতযোদ্ধা মুন্তাজ আলী ও মুক্তিযোদ্ধা তাহাজউদ্দীন যাচাই বাছাই বোর্ডে আমাদেরকে ডেকে হয়রানি ও প্রহসন করা হচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ