গাংনী প্রতিনিধি: ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামিম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতা-কর্মাচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।