জনগণের ন্যায্য সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে আছে
গাংনী প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ। গতকাল বৃহস্পতিবার সকালে গাংনীর জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশক্রমে আমরা মেহেরপুর জেলায় ত্রাণ বিতরণ করছি। আপনার খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। জনগণের নায্য সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং পাশে থাকবে। মেহেরপুর জেলা বিএপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের আর্থিক সহায়তায় মেহেরপুর জেলায় বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। গাংনী উপজেলায় আড়াই হাজার কর্মহীন দরিদ্র মানুষ এ ত্রাণ পাবেন। এ উপজেলায় ত্রাণ বিতরণের অংশ হিসেবে গতকাল জুগিন্দা ও ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন জাভেদ মাসুদ মিল্টন।
অনুষ্ঠানে আরাও উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু ও আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, গাংনী উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, কৃষক দল নেতা শহিদুল ইসলাম নাসির, জেলা যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ, সাধারণ সম্পাদক কাওছার আলী, সিনিয়র সহসভাপতি আব্দাল হক, গাংনী উপজেলা যুবদল আহবায়ক চপল বিশ্বাস, সদস্য সচিব জাহিদুল ইসলাম, ষোলটাকা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, গাংনী পৌর যুবদল আহবায়ক সাহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, যুবদল নেতা জামাল উদ্দীন, সোহরাব হোসেনসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।