গাংনী প্রতিনিধি: বাড়ির পানি নিষ্কাসন নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে প্রতিপক্ষের প্রতিবেশীদের মেহেরপুরের গাংনী উপজেলার কুলবাড়য়িা গ্রামের একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনায় আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত এক নারীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন পান্নায়ারা (৩২), নাছরিনা নেছা (৩২), দেলোয়ার হোসেন (৪১) ও তার স্ত্রী বুলবুলি (২৮) এবং মানিক মিয়া (২৫)।
আহত সূত্রে জানা গেছে, আহত পান্নায়ারার পরিবারের সাথে প্রতিবেশী মুলাম হোসেনের পরিবারের বিরোধ চলে আসছিলো। টিউবওলের পানি পানি নিষ্কাশন নিয়ে এ বিরোধ শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যায় পান্নায়ারা তার বাড়ির ভেতর দিয়ে পানি নিষ্কাসন করতে নিষেধ করলে হামলার শিকার হন। তাকে রক্ষা করতে গিয়ে মুলাল হোসেনের পরিবারের সদস্যদের মারধরে শিকার হন পান্নার পরিবারের আরও চার সদস্য। স্থানীয়রা তাদেরকে গাংনী হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে গুরুতর আহত পান্নায়ারাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।