গাংনীতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে এক কিশোরীকে ধর্ষণ মামলায় নাসিম হোসেন (১৬) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত পরশু রোববার দিবাগত মধ্যেরাতে গাংনী থানা ও বামন্দী ক্যাম্প পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাসিম হোসেন গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের কামারপাড়ার নজির হোসেনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যারাতে গাংনীর সম্পূর্ণা বিউটি পার্লারে কাজ শেষে বাড়ি ফিরছিলো বালিয়াঘাট গ্রামের ১৪ বছর বয়সি এক কিশোরী। এ সময় ওই কিশোরীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে নাসিম। রোববার রাত আনুমানিক ৯টার দিকে বামন্দী শহরের একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে ওই কিশোরীকে কৌশলে ডেকে নেয় নাসিম। এ সময় নাসিম তার দুই বন্ধুকে পাহারায় রেখে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরী তার কাছ থেকে ছাড়া পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে বামন্দী ক্যাম্প পুলিশ ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে। সেই সাথে ধর্ষক নাসিমকে মধ্যেরাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধর্ষিতার নানি জরিনা খাতুন একটি ধর্ষণ মামলা করেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নাসিমকে আদালতে সপোর্দ করা হয়েছে। তার দুই সহযোগীকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।