গাংনী প্রতিনিধি: তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন মেহেরপুর গাংনীর আযান গামের দিনমজুর আজহার আলী (৬৭)
চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। গেলো শনিবার গ্রামের একটি বাড়িতে দেয়াল ভাঙার কাজ করতে গিয়ে চাপা পড়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। এ ঘটনায় গ্রামজুড়ে চলছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজাহার আলী নিজ গ্রামের আরোজ আলীর বাড়িতে শনিবার মাটির ঘরের দেয়াল ভাঙার কাজ করছিলেন। এক পর্যায়ে দেয়াল ভেঙে তিনি চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। শারীরিক অবস্থার গুরুতর অবনতি বিবেচনায় তাকে গাংনী থেকে প্রথমে কুষ্টিয়া এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাজশাহী মেডিকেলে চিকিৎসা সম্ভব নয় এমন জানালে পরিবারের লোকজন তাকে নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল সকালে তার মৃত্যু হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ