মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মামুনুর রহমান মামুন নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত সোমবার দিবাগত রাতে তাকে গাংনী উপজেলার খাসমহল গ্রাম থেকে আটক করা হয়। মামুন খাসমহল গ্রামের আব্দুল জলিলের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল খাসমহল এলাকায় অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশ মামুনকে আটক করে। এরপর তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা হয়েছে।