গাংনী প্রতিনিধি: করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিএনপি। মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের উদ্যোগে জেলার প্রতিটি গ্রামে এ ত্রাণ দেয়া হচ্ছে।
ত্রাণ বিতরণের অংশ হিসেবে গতকাল শনিবার সকালে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের তালিকাভুক্ত কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ করেন মেহেরপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু ও আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, গাংনী উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, জেলা যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ, সাধারণ সম্পাদক কাওছার আলী, সিনিয়র সহ সভাপতি আব্দাল হক, গাংনী উপজেলা যুবদল আহ্বায়ক চপল বিশ্বাস, সদস্য সচিব জাহিদুল ইসলাম, ষোলটাকা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, গাংনী পৌর যুবদল আহ্বায়ক সাহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হকসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।