গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মাদকব্যবসায়ী খাইবার হালসানাকে আটক করেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত খাইবার হালসানা রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত শামসুদ্দিন হালসানার ছেলে।
ডিবিসূত্রে জানা গেছে, গাংনী উপজেলার রংমহল, খাস মহল ও কাথুলী সীমান্ত এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী খাইবার হালসানা। বেশ কিছুদিন থেকে তাকে আটকের চেষ্টা করছিলেন এসআই অজয় কুমার কুন্ডু। অবশেষে মাদক কেনাবেচার সময় ১ কেজি গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হন ওই অভিযান দলের সদস্যরা। খায়বার হালসানার নামে মামলা দায়ের করে গাংনী থানার মাধ্যমে মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ