গাংনী প্রতিনিধি: ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মারফত ম-ল (৪০) নামের একজনকে আটক করেছে র্যাব। গতকাল রোববার সকালে গাংনী কাঁচাবাজারের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। গাঁজা ছাড়াও তার কাছ থেকে একটি পাখি ভ্যান, একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে। মারফত ম-ল মেহেরপুরের গাংনীর গাড়াডোব গ্রামের মৃত এমাজ উদ্দীনের ছেলে। তাকে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। র্যাবের দাবি, মারফত ম-ল একজন চিহ্নিত মাদক পাচারকারী।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক জানান, মারফত ম-ল একজন চিহ্নিত মাদক পাচারকারী। তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করে আসছিলেন। ঘটনার সময় তিনি মাদক নিয়ে কাঁচা বাজারের পাশে অবস্থান করছেন মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছে গাঁজা পাওয়া গেলে আটক করে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়।