গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহয়তা প্রকল্প ( ইরেস পো) -২য় পর্যায়ের আওতায় ১০০ জন্য শিক্ষার্থী নিয়ে গঠিত কিশোরী সংঘের সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম,সহকারী পল্লী উন্নয়ন অফিসার সাব্বির আহম্মেদ, স্কুল ব্যবস্থপনা কমিটির সভাপতিসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বাল্য বিবাহের কুফল, ইভটিজিং হলে করনীয়, যৌতুক প্রতিরোধে করনীয়সহ নানা সচেতনামূলক বিষয়ে আলোচনা ও কিশোরী সংঘের কিশোরীদের মাঝে স্যানেটারি ন্যাপকিনসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ