গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে চোরাচালান ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. রনী খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। এছাড়াও ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানার (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, বিজিবি ও র্যাবের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।