গাংনী প্রতিনিধি: গাঁজা সেবনের দায়ে ইসরাফিল (২৬) নামের এক যুবকের ১৫ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে ঢেপা গ্রাম থেকে গাঁজাসহ আটকের পর উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালত এ দ-াদেশ দেন। দ-িত ইসরাফিল ঢেপা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ঢেপা গ্রামে ইসরাফিলকে নিজ বাড়ি থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের কার্যালয়ে হাজির করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের কারাদ- ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি খানম।