গাঁজা সেবনের অভিযোগে নবনির্বাচিত ইউপি সদসদ্যসহ গ্রেফতার ৫
বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহে গাঁজা সেবনের অভিযোগে নবনির্বাচিত মেম্বারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতপরশু শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বাজার গোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাম উত্তম এবং এএসআই আজিম উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প আওতায় সুতি-দূর্গাপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল সোমবার আটককৃতদের কোর্টে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো জেলার কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তালসার গ্রামের নবনির্বাচিত মেম্বার হাবিবুর রহমান হাবু (৩৭)। হাবিবুর রহমান তালসার গ্রামের আতিয়ার রহমানের ছেলে। হাবু গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে মেম্বার নির্বাচিত হন। এছাড়া অন্যরা হলো- তালসার গ্রামের পূর্বপাড়ার শফিকুল ইসলামের ছেলে আতিয়ার রহমান (২২) ও রবিউল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৪) এবং ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের সুতি দূর্গাপুর গ্রামের জিয়া উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (২১) ও সেকেন্দার আলীর ছেলে টিপু মিয়া (৩৮)।
এ বিষয়ে সদর থানার ডিউটি অফিসার এসআই জাকারিয়া জানান, গ্রেফতারকৃতদের ১৫১ ধারায় কোটে প্রেরণ করা হয়েছে।