মেহেরপুর অফিস: গাঁজা রাখার অপরাধে রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে ১ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিজ্ঞ বিচারক মো. তরিকুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শহরের সিঅ্যান্ডবি পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।
উল্লেখ্য, ২০১৬ সালে মেহেরপুরের গাংনী থানার পুলিশ গাঁজাসহ রবিউল ইসলামকে গ্রেফতার করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। আসামি রবিউল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ শাস্তি দেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ