স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের ইমরান খাকে গাঁজাসহ আটকের পর কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫০ গ্রাম গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদ- প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে অভিযান চালান। এ সময় নতিডাঙ্গা পুরাতন মসজিদপাড়ার মৃত আমির খাঁর ছেলে ইমরান খাঁকে (৩৮) নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ১৫০ গ্রাম গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদ- ও এক হাজার টাকা অর্থদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। গতকালই সাজাপ্রাপ্ত ইমরানকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।