কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চারুলিয়া পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে হেমায়েতপুরের আকরাম গাঁজার গাছসহ আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের জেল দেয়া হয়েছে।
জানাগেছে, গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে চারুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদুলের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয় হেমায়েতপুর কুলের মাঠ নামক স্থানে। সেখানে হেমায়েতপুর গ্রামের দাউদ শেখের ছেলে আকরাম হোসেনের নিজ জমিতে শিমের জমিতে ১টি ৭ ফুটের মত গাঁজাগাছ উদ্ধার করা হয়। এ সময় আকরামকে আটক করে পুলিশ সদস্যরা। পরে দুপুর ২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আকরামকে এক বছরের জেল ও একশ টাকা জরিমানা করা হয়। পরে গাঁজা গাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পূর্ববর্তী পোস্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে পিআইবি’র উদ্যোগে অনলাইন আলোচনা
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ