খেলাধুলা যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখে
আলমডাঙ্গার কুলপালা ক্রিকেট টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণকালে আসাদুল বিশ^াস
স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার কুলপালা আল মামুন ক্রিকেট টুর্ণামেন্টে মেহেরপুরের গোভীপুর একাদশ জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কুলাপালা ক্রিকেট মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্বাগতিক কুলপালা একাদশ ও মেহেরপুরের গোভীপুর একাদশ। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে কুলপালা। জবাবে ৭ উইকেট হরিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় গোভীপুর একাদশ। খেলা পরিচালনা করেন কিবরিয়া হোসেন ও শাহ আলম। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক রইচ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আসাদুল হক বিশ^াস। প্রধান অতিথির বক্তেব্যে আসাদুল হক বিশ^াস বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দ্বীপ্ত। আজকের যুব-সমাজ হবে আগামীর কা-ারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। এজন্য শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী মানুষ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই সুস্থ বিনোদনের পাশাপাশি যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। সরকার খেলাধুলার মান উন্নয়নে প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন করে দিচ্ছে।
শাহিন রেজা ও শাকিল আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চিৎলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারেজ মিয়া, সহসভাপতি ছামছদ্দীন মল্লিক, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুকছাদ ম-ল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মল্লিক, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দীন, ইউপি সদস্য রকিব উদ্দীন, অ্যাড. আব্দুল আলিম, অ্যাড. ইমরান হোসেন প্রমুখ।