মেহেরপুর অফিস: খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম-বার মেহেরপুর জেলা সফরে এসেছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে মেহেরপুর সার্কিট হাউজে তিনি পৌঁছুলে মেহেরপুর জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলী ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, হাসিবুল ইসলাম, ডিআই-১ ফারুক হোসেন, সদর থানার ওসি শাহ দারা খান, গাংনী থানার ওসি ওবায়দুর রহমান, মুজিবনগর থানার ওসি হাসেম আলীসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ বুধবার সকালে রেঞ্জ ডিআইজি পুলিশ লাইনস মাঠে উপস্থিত হয়ে মেহেরপুর জেলার পুলিশ কর্তৃক আয়োজিত প্যারেডে সালাম গ্রহণ করবেন ও প্যারেড পরিদর্শন করবেন একই দিনে দুপুরে পুলিশ লাইনে এক বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
পূর্ববর্তী পোস্ট
প্রবাসির ৭ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যার বোরকা ধরে টেনে ছিঁড়ে দেওয়ার ঘটনায় ২ বিবাহিত যুবকের কারাদণ্ড
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ