স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চুয়াডাঙ্গায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের উদ্যোগে আলাদাভাবে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের যুগ্মসম্পাদক সাদ্দাম হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল জাহিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ, শেখ শাহাবাজ সুজন, যুগ্মসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কায়েস আহমেদ, আরিফ আহাম্মেদ, রায়হান, যোগাযোগ বিষয়ক সম্পাদক সৌরভ হসেন শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হক ইকরা, সহ সমাজসেবা সম্পাদক আবদুল লতিফ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকুর আলী, সদস্য খালিদ হাসান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক ওয়ালিদ হাসান, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক আল বেলাল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক রুবেল হোসেন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদল নেতা জাহিদ, আলমডাঙ্গা পৌর ছাত্রনেতা সবুজ, সাগর, দর্শনা থানা ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইবনে লিমন, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রানা, ছাত্রদল নেতা মিনারুল, কামাল, নাশিরুল, আলামিন, পারভেজ, শিহাব হসেন, হাবিব, সজীব, রিয়াদ, রাজু, ইমন, ইউনিয়ন ছাত্রনেতা পলাশ, শিশির, রাব্বি প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহা. মাহাব্বুর রহমান মাহাবুব।
এদিকে, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসম্পাদ জুয়েল মাহমুদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি সাইফুল ইসলাম, আশিকুর রহমান আশিক, সাহবুদ্দীন আহাম্মেদ বুদ্দিন, শরিফুল ইসলাম ছোটন, যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাইমুজ্জমান মিশা, জমির উদ্দীন, সহসাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক সাইমুন ইসলাম শান্ত, সহবৃত্তি বিষয়ক সম্পাদক রফিক হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম রাসেল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম, সদর উপজেলা দলের সদস্য আরিফুল ইসলাম, নাজিম উদ্দীন, পৌর ছাত্রদলের সদস্য শারুখ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন হাফেজ মওলনা আসাদুজ্জামান।