কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে বেশকিছু কালোমুখো হনুমান। বিপন্ন প্রায় হনুমান দেখে অনেকে ভয়ে আতকে উঠলেও কেউ কেউ আবার উৎসাহ নিয়ে কিনে দিচ্ছে বিভিন্ন রকমের খাবার। গতকাল সোমবার বিকেলে কার্পাসডাঙ্গা কবরস্থানমোড় এলাকায় রাস্তার ওপর বসে থাকতে দেখা যায় বেশকিছু কালোমুখো হনুমান। কার্পাসডাঙ্গা কলোনিপাড়ার ব্যবসায়ী আশাদুল হক জানান, এখানে বেশকিছু হনুমান কয়েকদিন এই এলাকায় অবস্থান করছে। তাদের কষ্টের কথা ভেবে খাবার কিনে দিচ্ছি। কালোমুখো হনুমানগুলো দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। খাবারের কারণে তারা দোকান ঘরেও ঢুকে পড়ছে।
স্থানীয়রা বলছেন, বনে খাদ্য সঙ্কটের কারণে হয়তো হনুমানগুলো লোকালয়ে চলে এসেছে।
পূর্ববর্তী পোস্ট
কুষ্টিয়ায় দুদকের মামলায় পৌর প্রকৌশলীর স্ত্রী কলেজ শিক্ষিকা জেল হাজতে
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ