কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে তসলিমা খাতুন (৩৬) নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহতের বড় ভাই মোস্তফা ম-ল বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হত্যার রহস্য উন্মোচন ও কাউকে গ্রেফতার করতে পারেনি।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ইজিবাইক চালক আলম ম-লের স্ত্রী তসলিমা খাতুন (৩৬) মোবাইলে কথা বলতে বাড়ির বাইরে যায়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে একটি ঘাষের জমিতে ফেলে রাখে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাকে কি কারণে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। স্বজনদের অভিযোগ, প্রতিবেশী মিজানুর ও হজরতের সাথে তাদের বেশ কয়েকদিন যাবত বিরোধ চলে আসছিলো। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা তাদের। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন তারা।