জীবননগর ব্যুরো: দর্শনার কেরু অ্যান্ড কোম্পানীর অবসরপ্রাপ্ত ডিজিএম মিজানুর রহমান (৭০) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে খোয়া ভাঙা একটি গাড়ি তাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তার মাথা ফেটে যায়। কেমিস্ট মিজানুর রহমানকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জীবননগর হাইস্কুলপাড়ার মৃত আব্দুল করিমের ছেলে মিজানুর রহমান হাইস্কুলপাড়া জামে মসজিদে আসরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এসময় খোয়া ভাঙা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন হতে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। রাস্তায় ছিটকে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তার মাথা ফেটে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মিজানুর রহমান কেরু অ্যান্ড কোম্পানীর একজন অবসরপ্রাপ্ত ডিজিএম। তিনি মিজানুর কেমিস্ট নামে পরিচিত।
পূর্ববর্তী পোস্ট
জীবননগরে আবাদি জমিতে পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ