দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে পুলিশ ৫ লিটার কেরুজ বাংলা মদসহ গ্রেফতার করেছে শামীম নামের অভিযুক্ত এক মাদককারবারিকে। পালিয়েছে অপর এক মাদককারবারি। দুজনের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গত রোববার রাত ১২টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই সুমন্ত বিশ্বাস ও এএসআই কাজী আব্দুল মান্নান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা রেলবাজারস্থ পাইকারী কাঁচাবাজার এলাকায়। পুলিশ কাঁচাবাজার থেকে গ্রেফতার করে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার বিল্লাল হোসেনের ছেলে শামীম হোসেনকে (৪০)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গ্রেফতারকৃত শামীমের কাছ থেকে ৫ লিটার কেরুজ বাংলা মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সুমন্ত বিশ্বাস বাদী হয়ে গতকাল সোমবার দর্শনা থানায় গ্রেফতারকৃত শামীম হোসেনসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ