দর্শনা অফিস: কেরুজ হিজলগাড়ি ফার্ম ইনচার্জ মনিরুল ইসলামের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন একই ফার্মের পিয়ন জহরুল ইসলাম। মনিরুল ও বেবীর শাস্তির দাবি তুলেছেন জহুরুল ইসলাম। কেরুজ চিনিকলের হিজলগাড়ি ফার্ম ইনচার্জ মনিরুল ইসলাম পরস্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় গ্যাড়াকলে পড়ার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি একাধিক মামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই জহুরুল ইসলাম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে পড়েছেন বিপাকে। মামলা ও হুমকি রয়েছে অব্যাহত। গতকাল সোমবার বিকেলে দর্শনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জহুরুল ইসলাম অভিযোগ করে বলেন, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে আমার স্ত্রী (বর্তমানে তালাকপ্রাপ্ত) লাইলা বানু বেবীকে হিজলগাড়ি ফার্ম ইনচার্জ মনিরুল ইসলামের সাথে তার কেরুজ কোয়ার্টারে আপত্তিকর অবস্থা ধরে প্রতিবেশীরা। এ ঘটনায় স্থানীয়রা দুজনকেই উত্তম-মাধ্যম দেয়। একপর্যায়ে কেরুজ চিনিকলের কর্মকর্তারা মনিরুলকে বিভাগীয় শাস্তির প্রতিশ্রুতি দিয়ে ছাড়িয়ে আনে গ্রামবাসীর কাছ থেকে। তবে চিনিকল কর্তৃপক্ষ তাকে শাস্তি স্বরূপ অন্য মিলে বদলি করেছে। তারপর থেকেই মনিরুল ও বেবী বিভিন্নভাবে আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যসহ গ্রামের বেশ কয়েকজনকে হুমকি-ধামকি দিয়েই ক্ষ্যান্ত হয়নি, রীতিমত আদালতে হয়রানিমূলক মামলাও করেছে। ফলে চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। জহরুল ইসলাম বিষয়টি খতিয়ে দেখার জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন। সাংবাদিক সম্মেলনে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ