কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
জীবননগর ব্যুরো: কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী পরিষদের সাবেক সহ-সভাপতি জীবননগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর আলম যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে জীবননগর উপজেলা যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে তাকে সংবর্ধনা দেয়া হয়। জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল বাশার শিপলু, জীবননগর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফি, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সালাউদ্দীন কবির প্রমুখ। এর আগে সড়ক পথে চুয়াডাঙ্গা হয়ে জীবননগর যাবার সময় সন্তোষপুর বাসস্ট্যান্ডে পৌঁছুলে জাহাঙ্গীর আলমকে জীবননগর উপজেলা যুবলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।