মেহেরপুর অফিস : ধান কাটার মধ্যে দিয়ে মেহেরপুরের কৃষকদের উৎসাহ দিলেন বাংলাদেশ কৃষকলীগ মেহেরপুর জেলা শাখার নেতারা। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের কৃষক আবুছদ্দীনের ২ বিঘা জমির বোরো ধান কেটে দেওয়া হয়। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
করোনাকালীন সময়ে কৃষকদের সহযোগিতা করার লক্ষ্যে বাংলাদেশ কৃষকলীগ মেহেরপুর জেলা শাখা গত বছরের ন্যায় এ বছরেও কৃষকদের ধান কেটে দিতে সহযোগিতা করছে।
মেহেরপুর জেলা শাখা কৃষকলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুব আলম শান্তি উপস্থিত থেকে ধান কাটার উদ্বোধন করেন। এ সময় মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, যুগ্ম সম্পাদক মশিউর রহমান পলাশ, আনারুল ইসলাম আলমাস, মাহাবুব ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ জনের জরিমানা আদায়
এছাড়া, আরও পড়ুনঃ