কৃষক নিবন্ধন করে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রয়ের সুযোগ গ্রহণ করুন

ডিঙ্গেদহ প্রতিনিধি: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ সেøাগানকে সামনে রেখে কৃষি অ্যাপসের মাধ্যমে কৃষক নিবন্ধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউপি চত্বরে প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশের অর্ধেকের বেশীর ভাগ কৃষির ওপর নির্ভরশীল। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো কৃষকের উন্নয়ন। তার সেই স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অল্প সময়ে কম খরচে জমি চাষ করার জন্য ভুর্তকির মাধ্যমে পাওয়ার ট্রিলার, স্যালো মেশিন, ধান কাট ও ধান ঝাড়া মেশিন ভুর্তকির মাধ্যমে কৃষকের মাঝে সরবরাহ করেছে। সার, ডিজেল লাইনে দাঁড়িয়ে কৃষকদের নিতে হয় না। সার, ডিজেলের মূল্য কমিয়ে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। গুজব ছড়িয়ে কোনো ডিলার যদি সারের দাম বাড়িয়ে বিক্রি করে তবে তার ডিলারশিপ বাতিল করা হবে এবং তাকে জেলে পাঠানো হবে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়ার জন্য বর্তমান সরকার মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষক নিবন্ধন কার্যক্রম শুর করেছে। এর মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। নিবন্ধন, বিক্রয়ের আবেদন, বরাদ্দ আদেশ, মূল্য পরিশোধের সনদ সম্পর্কিত তথ্য এসএমএস’র মাধ্যমে পাবে। এতে সময়, খরচ ও হয়রানি কমবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। সরকার এ বছর আমন ধানের মূল্য নির্ধারন করেছে ১হাজার ৪০ টাকা। ধান বিক্রয়ে আগ্রহ কৃষকদের আগামী ২০ নভেম্বরের মধ্যে নিবন্ধন করে এ সুযোগ গ্রহণের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। ৭১ সালে এদেশে জনসংখ্যা ছিলো সাড়ে ৭ কোটি। তখন মানুষ তিন বেলা খেতে পারতো না। বর্তমান সরকার কৃষি বিভাগের মাধ্যমে উন্নত ও ফলনশীল জাতের ফসল উৎপাদন করায় দেশের ১৬ কোটি মানুষের কেউ অভুক্ত থাকে না। দেশের খাদ্য চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা হচ্ছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অফিসে বসে না থেকে গ্রামে গিয়ে কৃষকের পরামর্শ দিতে হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা ফুড গোডাউন অফিসার এ বি সিদ্দিকের উপস্থাপনায় শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা রেজাউল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ-পরিচালক আলী হাসান, জেলা মৎস কর্মকর্তা মোশারফ হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাশরুর, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সরোজগঞ্জ ফুড গোডাউন অফিসার মোল্লা আহাম্মেদ জামান, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন কৃষক ইউছুপ আলী, তাহাজদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপি প্যানেল চেয়ারম্যান শওকত মাহাম্মুদ, শঙ্করচন্দ্র ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুম আলী,  সাজ্জাদ হোসেন, সোহরাব হোসেনসহ এলাকার কৃষকেরা।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More